Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঠাকুরগাঁওয়ে কোল্ডস্টরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে কোল্ডস্টরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ কর্মসূচি

মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও: আলু সংরক্ষণের হিমাগার ( কোল্ডস্টর) গুলোয় ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁও সদর উপজেলা ঢোলারহাট বাজারে  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষকরা। এ সময় সড়কে আলু ফেলে দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ঢোলারহাটে এই কর্মসূচি পালন করেন সাধারণ কৃষক। 

বিক্ষুব্ধ কৃষকরা আর্তনাদ করে বলেন  প্রতি কেজি আলু সংক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে ৪/৫ টাকা ভাড়া দিতে হতো। এবার তা দ্বিগুন বৃদ্ধি করে ৮ টাকা নির্ধারণ করেছেন হিমাগার মালিকেরা ।  আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে হিমাগারে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি সড়ক অবরোধ করার হুমকিও দেন কৃষকেরা ।  এ সময় ঠাকুরগাঁও -রুহিয়া সড়কে শুয়ে আলু ছিটিয়ে প্রতিবাদ জানান অনেক কৃষক।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রুহিয়া থানা কৃষক দলের সভাপতি মো. আইনুল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ঢোলারহাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম এবং ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ইসারুল ইসলাম। রুহিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন, সম্পাদক জুয়েল ইসলাম সহ প্রায়  ৫ শতাধিক কৃষক এই বিক্ষোভে অংশ নেয়।

/এমএ

Exit mobile version