Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আগামীর বাংলাদেশ হবে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ-ড. খাইরুল আনাম

আগামীর বাংলাদেশ হবে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ-ড. খাইরুল আনাম

সেলিম রেজা, নীলফামারী: বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে পালিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ৩ টায় শহর শাখার উদ্যোগে আল হেলাল একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরংগী মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে চৌরংগী মোড়ে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার নায়েবে আমির ডক্টর খাইরুল আনাম, এ সময় তিনি বলেন- আগামীর বাংলাদেশ হবে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আন্তাজুল ইসলাম, আব্দুল কাদিম,আহমাদ রায়হান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

/এমএ

Exit mobile version