Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু

নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু

মোঃ এ কে নোমান, নওগাঁ: একুশের চেতনা হৃদয়ে ধারণ করে নওগাঁয় শুরু হয়েছে সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার।

স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ, নওগাঁ’ আয়োজন করেছে এই বইমেলার। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী জানান, এবারের বইমেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রকাশনা সংস্থা এবং বই বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বইয়ের স্টলের পাশাপাশি মেলায় রয়েছে হস্তশিল্প ও কুটির শিল্পের স্টল।

তিনি আরও বলেন, “এই মেলা প্রতিদিন পরিণত হবে লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায়। স্থানীয় লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ছাড়াও মেলার বিভিন্ন আয়োজনে সাহিত্য ও সংস্কৃতির চর্চা হবে।”

মেলায় একুশে পরিষদের আয়োজনে সাত দিন ধরে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশু-কিশোরদের জন্য থাকছে সাধারণ জ্ঞান, গদ্যপাঠ, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও ভাষার গানের প্রতিযোগিতা।

এছাড়া, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে স্থানীয় সংগীত একাডেমি ও নৃত্য একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেলার শেষ দিন ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে বিশেষ অনুষ্ঠান হবে। এদিন সাহিত্য, সমাজসেবা ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘একুশে পরিষদ, নওগাঁ’-এর উদ্যোগে গুণী ব্যক্তি ও সংগঠনকে একুশে পদক প্রদান করা হবে।

বইপ্রেমীদের পদচারণায় মুখর এই মেলা নওগাঁর সাহিত্য ও সংস্কৃতিচর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

/এমএ

Exit mobile version