Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে বিজিবির অভিযানে ২ কেজি ১৭০গ্রাম হেরোইন উদ্ধার

নীলফামারীতে বিজিবির অভিযানে ২ কেজি ১৭০গ্রাম হেরোইন উদ্ধার

সেলিম রেজা, নীলফামারী: নীলফামারীতে যাত্রীবাহী একটি বাসে তল্লাসী চালিয়ে ২ কেজি ১৭০গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) নীলফামারী ব্যাটালিয়ন। 

রবিবার সন্ধ্যায় নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয় নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে। 

এ সময় ডোমার থেকে সৈয়দপুরগামী সারোয়ার এন্টারপ্রাইজে (বগুড়া জ-১১-০০৬১) তল্লাসী চালিয়ে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয় উদ্ধার হওয়া মাদকের মুল্য ৪৩লাখ ৪০ হাজার টাকা। 

নীলফামারী ব্যটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান,  ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি এর পরিকল্পনা ও নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।

/এমএ

Exit mobile version