Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

‘অপারেশন ডেভিল হান্ট’ ঈশ্বরদীতে ১১ জন গ্রেপ্তার

'অপারেশন ডেভিল হান্ট' ঈশ্বরদীতে ১১ জন গ্রেপ্তার

সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ পাবনার ঈশ্বরদীতে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হওয়া এ অভিযানে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ১০ দিনে এই গ্রেপ্তার সম্পন্ন হয়।

‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। এছাড়া, এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ যুবলীগের নেতাকর্মী রয়েছেন।

‎ওসি শহিদুল ইসলাম আরও বলেন, যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

‎উল্লেখ্য, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সমন্বিত সভায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

/এমএ

Exit mobile version