Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদের পুষ্পস্তবক অর্পণ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে

পাকুন্দিয়া প্রতিনিধি: একুশে ফেব্রুয়ারি পালন ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে পাকুন্দিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ শহিদ মিনানে তারা শ্রদ্ধা জানান। 

এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহমান ও যুগ্ন আহবায়ক বাদল মিয়া। যুব অধিকার পরিষদ নেতা খোকা সিদ্দীক এবং ছাত্র অধিকার পরিষদ নেতা সাদ্দাম হোসেনসহ অনেকেই পুষ্প স্তবক অর্পণে অংশ নেন।

শ্রদ্ধা জানাতে আসা উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহমান বলেন, ১৯৫২ সালে ভাষার জন্য, নিজের অধিকারের জন্য আমার ভাইয়েরা শহীদ হয়েছে। একইভাবে ৫ আগস্টও নিজের ও জাতির মুক্তিতে আমার ভাইয়েরা শহীদ হয়েছে। আজকের দিনে সব শহীদদের প্রতিই আমার বিনম্র শ্রদ্ধা।

/এমএ

Exit mobile version