Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নওগাঁর পত্নীতলায় যুবকের আ’ত্ম’হ’ত্যা

নওগাঁর পত্নীতলায় যুবকের আ'ত্মহ'ত্যা

মো: এ কে নোমান, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ওয়াদুদ হোসেন (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের উত্তর কমলাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওয়াদুদ ওই গ্রামের মোস্তফার একমাত্র সন্তান এবং গগণপুর ফাজিল মাদ্রাসার ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের পরিবার জানায়, ওয়াদুদ হোসেন পড়াশোনার পাশাপাশি ইলেকট্রনিকসের কাজ করতেন। প্রতিদিনের মতো রোববার সকালেও তিনি ঘুম থেকে উঠে নিজের ঘরে ছিলেন। কিন্তু দীর্ঘসময় দরজা বন্ধ দেখে সন্দেহ হয় পরিবারের। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, তিনি গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন।

ওয়াদুদের আত্মহত্যার কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পারিবারিক অশান্তি ও সামাজিক চাপে হতাশাগ্রস্ত হয়ে ওয়াদুদ আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করছেন অনেকে।

এলাকাবাসীর মতে, প্রেমঘটিত এই বিরোধ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ওয়াদুদের মনোমালিন্য চলছিল। কেউ কেউ দাবি করছেন, পরিবারের পক্ষ থেকে তাকে সম্পর্কটি নিয়ে চাপ দেওয়া হচ্ছিল, যা মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে।

ঘটনার খবর পেয়ে পত্নীতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, “আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ওয়াদুদের আকস্মিক মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও তার শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে প্রেমঘটিত বিরোধের কারণে এই আত্মহত্যা কি না, তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি ঘিরে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে।

/এমএ

Exit mobile version