Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

সাভারে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

সাভারে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

সাভার প্রতিবেদক: সাভারে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণ হয়ে রহিম আফরোজ নামের একটি প্রতিষ্ঠানের দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া। এর আগে ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানার ভেতরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার গোপীনাথপুর গ্রামের আজগর আলীর ছেলে ওলিউর রহমান (৫০) ও ভোলা সদরের থানার পশ্চিম চরখালি গ্রামের আব্দুল আজিজের ছেলে ফয়েজ উদ্দিন (৪৫)। তারা দুই জনই রহিম আফরোজ কারখানার শ্রমিক ছিলেন।

নিহত ফয়েজ উদ্দিনের ভাই মনির হোসেন বলেন, গতকাল রহিম আফরোজ কারখানার জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ক্রয় করে আনে কারখানা কর্তৃপক্ষ। ভোর রাতে সেসব অগ্নি নির্বাপক যন্ত্রের একটি পিকআপ থেকে নামানোর সময় একটি বিস্ফোরণ হয়। এসময় ফয়েজ ও ওলিউর রহমান আহত হয়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ভোরে ওই কারখানায় অগ্নি নির্বাপক যন্ত্র বিস্ফোরণ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Exit mobile version