Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঠাকুরগাঁওয়ে সময় অনুযায়ী অফিসে না আসার অভিযোগ ভূমি তহসিলদারের বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে সময় অনুযায়ী অফিসে না আসার অভিযোগ ভূমি তহসিলদারের বিরুদ্ধে

ঠাকুরগাঁও প্রতিনিধি: আছে ভবন, নেই তেমন সেবা, ঠিক মত আসেন না কর্মকর্তা, হতাশ হয়ে ফিরতে হয় বাসায়। প্রকৃত সেবা থেকে বঞ্চিত স্থানীয়রা। 

নিয়মিত অফিস করলেও  সময়  অনুযায়ী আসে না অফিস, ভুমি অফিসারের কার্যালয় থাকে বদ্ধ। বলছিলাম ঠাকুরগাঁও সদর  উপজেলার রুহিয়া ভূমি অফিসের কথা।

ভুমি অফিসের কার্যলয় থাকলেও অফিসের কার্যক্রম যেন তালাবদ্ধ, সঠিক সময় সেবা পাচ্ছেন না রুহিয়া ও রুহিয়া পশ্চিম ২ ইউনিয়নের বাসিন্দারা। বেশির ভাগ সময় ভুমি অফিসের তহসিলদার কে না পাওয়ায়  মুখ থুবড়ে পড়েছে জনসেবা।

আব্দুল মালেক নামে এক ব্যাক্তি অভিযোগ করে বলেন, এই তহসিল অফিসের কোন কর্মকর্তাবৃন্দ আছে তারা নিয়মিত অফিসে আসে না। আমরা যখনেই আসি না কেন স্ব-শরীরে পায়না। ফোনে যোগাযোগ করি কিন্তু আসবে আসবে বলে সময় নষ্ট করে। তাই শুধু নয় আমাদের এই ভুমি অফিসে কাজ খুবই অগোছালো, নিয়মিত পায়না যেমন কাজেও অনেক বিলম্ব হয়।  

ভুমি অফিসে কাজের জন্য আসা শিফাত বলেন, আমি অনেক দিন ধরে এই খানে আসতেছি আর আসলে পরে জানতে পারি এ নাই ও নাই আজকেও প্রতিদিনের ন্যায় আসছি এখন বাজে ১১ টা কিন্তু অফিসে কেউ নাই। আসছে শুধু এক জন আর কেউ নেই। উনাকে বললাম কখন আসবেন তসিলদার? তিনি বলতে পারেন না। আর এমনি যদি হয় তা হলে আমরা কোথায় কাজ করবো আর কোথায় গিয়ে দাড়াবো আপনারাই বলেন।

নাম বলতে অইচ্ছুক এক ব্যাক্তি বলেন, দুঃখের সাথে কি বলবো ভাই রক্ত দিয়ে দেশ বেলে স্বাধীন করলো নতুন করে, এখন ভুমি অফিসত ওসে খুজে পাইল যাইনা তহসিলদারোক। এখন ১১ ডার দিক আসলেও তহসিলদার নাই ১২ ডার দিক আসলেও তহসিলদার নাই পরে শুনেছি ওসপে ওসপে পরে তো ওসে না এটা কোন দেশ কোন স্বাধীনতা হইল আল্লাহই জানে।

রুহিয়া ভূমি অফিসের  উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার) মতিউর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

মোস্তাফিজুর রহমান/এমএ

Exit mobile version