Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কারাবন্দির সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

কারাবন্দির সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার সেই অভিযোগের সত্যতা মিলেছে একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটিতে দেখা গেছে, সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ও কারারক্ষী রহিম স্বজনদের কাছ থেকে টাকা নিচ্ছেন।

বুধবার  (২৬ ফেব্রুয়ারি)   সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, কারারক্ষী রহিম প্রথমে এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাকে দেখা করানোর আশ্বাস দেন। এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এসে রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য ৪০০ টাকা নেওয়া হয়। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঠাকুরগাঁও জেলা কারাগারের পক্ষ থেকে অভিযুক্ত দুই কারারক্ষী আমিনুল ও রহিমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করছেন, ‘‘সরকারি কারাগারে বন্দিদের স্বজনদের কাছ থেকে ঘুষ নেওয়া চরম অনিয়ম। এটি অবিলম্বে বন্ধ করা উচিত।’’

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, ‘‘এই অনিয়ম নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই টাকা ছাড়া কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা করা সম্ভব নয়।’’

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা এ বিষয়ে বলেন, ‘‘ভিডিওর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবং বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএ

Exit mobile version