Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখার লক্ষ্যে টাঙ্গাইলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাত। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্যাবের সেন্ট্রাল কমিটির অর্গানাইজার সেক্রেটারি ড, সৈয়দ মিজানুর রহমান

এ সময় বক্তব্য দেন- জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর টাঙ্গাইলের সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, কৃষি বিপণে কর্মকর্তা ফারজানা খান সহ বিভিন্ন বাজারের সভাপতি সেক্রেটারিবৃন্দু ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় দায়িত্বে থাকেন ক্যাবের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্ল।

এ সময় বক্তারা বলেন পবিত্র রমজান মাস জুড়ে ক্যবের সদস্যবৃন্দু সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দ্রব্যমূল্যর কঠিন নজরদারিতে রাখবেন বলে নিয়মিত মাঠে থাকবেন। তাছাড়াও এবার সাধারণ মানুষ রমজান মাসে যেন ন্যায্যমূল্য খাদ্য পণ্য কিনতে পারে সেজন্য প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে তারা মাঠে থাকবেন।

মতবিনিময় সভায় ক্যাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন বাজারের সভাপতি সাধারণ সম্পাদক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাজেদুল ইসলাম/এমএ

Exit mobile version