Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সতর্কবার্তা, বাজার মনিটরিংয়ে পৌর প্রশাসক

রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সতর্কবার্তা, বাজার মনিটরিংয়ে পৌর প্রশাসক


সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য ও সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস।

‎বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মাহমুদুর রহমান জুয়েল, রবিউল আওয়াল সজিব প্রামাণিক, পৌরসভার প্রধান সহকারী মাসুদুল আলম, স্যানিটারি ইন্সপেক্টর আবুল কায়সার সুজা, পৌর কনজারভ্যান অলিউজ্জামান রুয়েল ও আশিকুর রহমান রুপম।

‎মতবিনিময় শেষে বণিক সমিতির সদস্য ও সাংবাদিকদের সাথে নিয়ে বাজার মনিটরিং করেন পৌর প্রশাসক সুবীর কুমার দাস। বাজার পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, দোকানের সামনে রাস্তা দখল করে কোনো পণ্য, যেমন— তেলের ড্রাম, কার্টন বা বস্তা রাখা যাবে না, যাতে ক্রেতাদের চলাচলে কোনো অসুবিধা না হয়।

‎তিনি আরও বলেন, রমজান মাস উপলক্ষে কোনো ব্যবসায়ী যেন পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে না দেন। বিশেষ করে বোতলজাত সয়াবিন তেলের বোতল খুলে তা খোলা তেল হিসেবে বিক্রি করার প্রবণতা বন্ধ করতে নির্দেশ দেন।

‎এছাড়া, প্রতিটি দোকানের সামনে দ্রব্যমূল্যের তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেন, যাতে ক্রেতারা সহজেই পণ্যের দাম দেখতে পারেন। তিনি সতর্ক করে বলেন, আজ মৌখিকভাবে সতর্ক করা হলেও রমজান মাসজুড়ে বাজার মনিটরিং চলবে, এবং কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/এমএ

Exit mobile version