Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

পুলিশ দেখেই হার্ট অ্যাটাকে আ.লীগ নেতার মৃত্যু

পুলিশ দেখেই হার্ট অ্যাটাকে আ.লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় পুলিশ দেখে হার্ট অ্যাটাকে লাল মিয়া (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার (২ মার্চ) বিকেলে থানার কুসুমবাগ আবাসিকের ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। লাল মিয়া ওই এলাকার রাজীব ভবনের নিচতলায় মুদির দোকান করতেন। একই ভবনে তিনি থাকতেনও। লাল মিয়া ডেবারপাড় ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিল।

ভুক্তভোগীর নিকটাত্মীয় মো. শরীফ বলেন, পুলিশ এসে জোর করে ফুফার সঙ্গে কথা বলেছে। এ সময় ভয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খুলশী থানার ওসি মজিবুর রহমান বলেন, থানার এসআই রবিউল অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা এক আসামিকে গ্রেফতার করতে গিয়েছিলেন। লাল মিয়ার দোকানের পাশেই ওই আসামির বাসা। এ কারণে আসামি সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। কোনও ভয়ভীতি দেখাননি। 

লাল মিয়া বয়স্ক মানুষ এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় হয়ত ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। তবে তার বিরুদ্ধে ৫ অগস্ট এর আগে বা পরের সময়ের কোনও মামলা আমাদের থানায় নেই।

Exit mobile version