Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

পঞ্চগড়ে’ ধর্ষণসহ হত্যকান্ডের আসামী, অটোরিকশা চুরি করতে গিয়ে গ্রেফতার

পঞ্চগড়ে' ধর্ষণসহ হত্যকান্ডের আসামী, অটোরিকশা চুরি করতে গিয়ে গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি: গত ১৪ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে পঞ্চগড় জেলার  আটোয়ারী উপজেলা  রুহিয়া-কিসমত সেকশন রেললাইনে অজ্ঞাত মহিলার  খন্ড-বিখন্ডর মরাদেহ উদ্ধার করে পুলিশ। 

এ সংক্রান্তে দিনাজপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা নং-০১/২৫, তাং-১৪/০১/২০২৫ খ্রিঃ রুজু হয়। 

গত ০৮/০৩/২০২৫ খ্রিঃ তারিখে উক্ত ঘটনার মূল আসামী মোঃ রিফাত বিন মাসুদ (২৩), পিতা-মোঃ আকতার হোসেন, সাং-মাঝগ্রাম, থানা-বোদা, জেলা-পঞ্চগড়

( ৮ মার্চ রোববার)  অটোরিকশা  চুরি করতে গিয়ে  সাধারণ জনতার হাতে আটক হন রিফাত বিন সাজ্জাদ (২৩) নামের এক যুবক। পরে তার মোবাইল ফোনে পাওয়া ভিডিওর সূত্র ধরে নৃশংস হত্যাকাণ্ডের তথ্য পেয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে রিফাত জানিয়েছেন, তিনি এক কিশোরীকে ধর্ষণ করে একপর্যায়ে তাকে মাথায় ইট দিয়ে আঘাত করেন। 

পরে ধারালো অস্ত্র দিয়ে যৌনাঙ্গ, স্তনসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর ওই কিশোরীর লাশ নিয়ে রেললাইনে ফেলে আসেন। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

মেহেদী হাসান মিরাজ/এমএ

Exit mobile version