Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

‎রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আসছে হেভি ক্রেন: দ্বিতীয় ইউনিটের নির্মাণে নতুন অগ্রগতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আসছে হেভি ক্রেন দ্বিতীয় ইউনিটের নির্মাণে নতুন অগ্রগতি

সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ আরও এক ধাপ এগিয়ে গেল। ৫০ টন ক্ষমতাসম্পন্ন একটি হেভি ব্রিজ ক্রেনসহ আরও দুটি গেনটি ক্রেন (১৬ টন ও ৩২ টন ক্ষমতাসম্পন্ন) রাশিয়া থেকে বাংলাদেশে আসছে। এগুলো ইউনিট-২ এর যন্ত্রপাতি লোডিং ও আনলোডিং কাজে ব্যবহার করা হবে।

‎রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থা রসাটম জানিয়েছে, ক্রেনগুলো ইতোমধ্যে নোভোসিবিরস্ক সমুদ্রবন্দরে পৌঁছেছে এবং শিপমেন্টের জন্য প্রস্তুত করা হয়েছে। শিপমেন্টের আগে রসাটমের প্রকৌশল শাখা এবং ভিপিও যায়েস এর বিশেষজ্ঞরা ক্রেনগুলোর গুণগত মান এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে পর্যালোচনা করেছেন।

‎রসাটমের বিদ্যুৎ শক্তি শাখার সহযোগী প্রতিষ্ঠান এতমএনার্গোরিমন্ট এই সরঞ্জামগুলোর রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজে যুক্ত থাকবে। প্রতিষ্ঠানটির উপ-মহাপরিচালক ভ্লাদিমির পাপো বলেন, “উন্নত প্রযুক্তি ও নিরাপত্তা মান বজায় রেখে আমরা রূপপুর প্রকল্পের জন্য নির্ভরযোগ্য ইকুইপমেন্ট সরবরাহ করছি, যা আমাদের বৈশ্বিক সক্ষমতার প্রতিফলন।”

‎রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুটি পাওয়ার ইউনিট স্থাপন করা হচ্ছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। ইউনিটগুলোতে ৩+ প্রজন্মের ভিভিইআর রিয়্যাক্টর সংযোজন করা হয়েছে। প্রথম ইউনিটের জ্বালানি লোডিং এবং স্টার্টআপের প্রস্তুতি চলছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই উৎপাদন কার্যক্রম শুরু করা যায়।

‎এই ক্রেনগুলো সংযোজনের ফলে রূপপুর প্রকল্পের নির্মাণকাজ আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

/এমএ

Exit mobile version