Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মুখে কালো কাপড় বেঁধে নওগাঁ সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীর নীরব প্রতিবাদ

মুখে কালো কাপড় বেঁধে নওগাঁ সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীর নীরব প্রতিবাদ

মো. এ কে নোমান, নওগাঁ: “জীবিত আছিয়াদের নিরাপত্তা দিবে কে?”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন এক শিক্ষার্থী।

সাম্প্রতিক সময়ে মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনা এবং সারাদেশে লাগাতার শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নওগাঁ জেলা শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন নওগাঁ সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা ছোঁয়া। হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে, মোমবাতি জ্বালিয়ে ও মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ জানান তিনি।

ফাতেমা ছোঁয়া বলেন, “আমরা জীবিত ফাতেমাদের নিরাপত্তা চাই। ধর্ষকদের বিচার চাই, মৃত্যুদণ্ড চাই। আমরা আর কোনো শিশু আছিয়ার ভয়াবহ পরিণতি দেখতে চাই না।”

ফাতেমা ছোঁয়ার বাবা, জনপ্রিয় ব্যান্ড “যাযাবর” এর সংগীতশিল্পী খাদেমুল ইসলাম ক্যাপ্টেন বলেন, “আমাদের সন্তানেরা আজ নিরাপদ নয়। প্রতিনিয়ত ভয় আর আতঙ্কের মধ্যে দিন কাটছে। আমরা আর কোনো শিশুকে হারাতে চাই না। দ্রুত বিচার নিশ্চিত করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।”

ফাতেমা ছোঁয়ার একক প্রতিবাদ সচেতন মহলে আলোড়ন সৃষ্টি করেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

/এমএ

Exit mobile version