Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

তেঁতুলিয়ায় অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

তেঁতুলিয়ায় অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি পাথর ভাঙার পয়েন্ট থেকে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ১৮ ব্যাটালিয়ান (বিজিবি)।

স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা এই মর্টারশেলটি বর্তমানে নিরাপত্তা বেষ্টনির মধ্যে রাখা হয়েছে।

(১৯ মার্চ) বুধবার সকালে তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলি ডাঙ্গি এলাকায় আবুল কালাম আজাদের পাথর ভাঙার পয়েন্টে কাজ করার সময় শ্রমিকরা মর্টারশেলটি দেখতে পেয়ে। বিষয়টি তারা বিজিবিকে জানায়, বিজিবির ১৮ ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি নিরাপদে রাখার ব্যবস্থা করে।

১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, মর্টারশেলটি বহু পুরানো ও মরিচা ধরা, সম্ভবত এটি ১০ বছর বা তারও বেশি সময় আগের। ধারণা করা হচ্ছে, এটি আমদানি করা ভিনদেশি পাথর বোঝাই ট্রাকের সাথে এসেছে।

বাংলাবান্ধা বিওপির ক্যাম্প কমান্ডার আব্দুর রহমান বলেন ভারত বা ভুটানের সেনাবাহিনী প্রশিক্ষণের সময় এটি ব্যবহার করে থাকতে পারে। বিস্ফোরণের সময় এটি বিস্ফোরিত না হয়ে পাহাড় বা পানিতে পড়ে এখনে এসেছে।

/এমএ

Exit mobile version