Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঈশ্বরদীতে ইফতার মাহফিলে খাবার খেয়ে অর্ধশতাধিক অসুস্থ

ঈশ্বরদীতে ইফতার মাহফিলে খাবার খেয়ে অর্ধশতাধিক অসুস্থ

ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে ইফতার মাহফিলে বিরিয়ানি খেয়ে সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (২৩ মার্চ) ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।

‎ইফতারে পৌর শহরের ঢাকা বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি ও রোস্ট সরবরাহ করা হয়। খাওয়ার কিছুক্ষণ পরেই অনেকের পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। কয়েকজনের অবস্থা গুরুতর হলে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক উজ্জ্বল হোসেন প্রধান বলেন, “ইফতারির পর থেকেই শরীরে অস্বস্তি শুরু হয়, পরে বমি ও ডায়রিয়া হয়। খাবার পঁচা বা বাসি ছিল বলে মনে হচ্ছে।”

‎অসুস্থ আরেকজন এম আর রাসেল বলেন, “নিম্নমানের খাবার সরবরাহ করার জন্য রেস্তোরাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

‎এদিকে ঘটনার পর থেকেই স্টেশন রোডের ঢাকা বিরিয়ানি হাউজ বন্ধ রয়েছে। তবে রেস্তোরার মালিক মো. আজিজুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

‎ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ জানান, “বিষয়টি শুনেছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সিয়াম রহমান/এমএ

Exit mobile version