Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় নানা-নাতনির মর্মান্তিক মৃত্যু

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় নানা-নাতনির মর্মান্তিক মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে ট্রেন কাটা পড়ে নানা-নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলপথের উত্তর বাঘইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন উত্তর বাঘইল এলাকার মৃত রহমত সরদারের ছেলে বাবুল হোসেন সরদার (৫৫) এবং চরমিরকামারী গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে পাঁচ বছরের শিশু মুনতাহা। সম্পর্কে তারা নানা ও নাতনি।

‎ স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় তারা দুজন রেললাইনের পাশে বসে ছিলেন। এসময় ঈশ্বরদী থেকে ভেড়ামারাগামী একটি ট্রেনের ইঞ্জিন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবুল হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশু মুনতাহাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

‎এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে বিষয়টি রেলওয়ে পুলিশের আওতাধীন, তারা বিস্তারিত বলতে পারবেন।”

সিয়াম রহমান/এমএ

Exit mobile version