Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

পথ ভুলে যাওয়া মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষন, গ্রেফতার ১

পথ ভুলে যাওয়া মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষন, গ্রেফতার ১

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদীতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান মনোহরদী থানা পুলিশ।এর আগে বুধবার রাতে মনোহরদীর উত্তর চরমান্দালিয়া এলাকার নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া কৃষিশ্রমিক সুমন মিয়া জেলার মনোহরদী থানার উত্তর চরমান্দালিয়া এলাকার মো: জয়নাল মিয়ার ছেলে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান। গাজীপুরের শ্রীপুর এলাকার মানসিক ভারসাম্যহীন ওই নারী পরিবারের অগোচরে গত ৯ মার্চ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ১২ মার্চ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার।

গত ২৫ মার্চ সন্ধ্যায় মনোহরদী থানার উত্তর চরমান্দালিয়া গ্রামের জনৈক আব্দুল আলীর ভুট্টা ক্ষেতে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ধর্ষণ করে ওই গ্রামের সুমন মিয়া। এসময় স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে থানায় খবর দেয়। পরে নির্যাতিত ওই নারীকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। খবর পেয়ে নির্যাতনের শিকার ওই নারীর বোন এ ঘটনায় মনোহরদী থানায় অভিযুক্ত সুমন মিয়াকে আসামী করে মামলা করেন। পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে আসামী সুমন মিয়াকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

সাইফুর নিশাদ/এমএ

Exit mobile version