Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে যুব অধিকার পরিষদের গণ ইফতার কর্মসূচি

নীলফামারীতে যুব অধিকার পরিষদের ও গণ ইফতার কর্মসূচি

সেলিম রেজা, নীলফামারী: নীলফামারীতে যুব অধিকার পরিষদের আলোচনা সভা ও গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সদর উপজেলার চাপড়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের উদ্যোগে  চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাপড়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মো  রশীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তৃতা দেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ হামিদুল ইসলাম। 

অন্যান্যদের মধ্যে  গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেন শাহ্, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে উদার, সাধারণ সম্পাদক রাকিব হোসাইন প্রমুখ।

এসময় বক্তারা মহান রবের কাছে রহমতের এই মাসের উছিলায় বাংলাদেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। দেশের অন্তরবর্তীকালীন সরকার কে প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের সার্বিক কাঠামোর সংস্কারের আহ্বান জানায় এবং আগামী জাতীয় নির্বাচনে ট্রাক প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের মানুষের সেবা করা সুযোগ করে দেওয়ার জন্য সর্বস্তরের সাধারণ মানুষকে আহ্বান জানায়।

অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন, সদর যুব অধিকার পরিষদে সভাপতি মোঃ আবু সাঈদ, সদর ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ

Exit mobile version