Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মান্দায় গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার

মান্দায় গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় বোরো ধানের খেত থেকে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে কশব ভোলাগাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম আমিনুল ইসলাম বুলবুল (২২)। তিনি কশব ভোলাগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বুলবুল।

গ্রেপ্তার বুলবুলের দেওয়া স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয়েছে। জবানবন্দি রেকর্ডের জন্য আজ বৃহস্পতিবার তাকে নওগাঁ আদালতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বিবি বাদি হয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। নিহত জব্বারের স্বজনদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, লাঠির আঘাতে আব্দুল জব্বারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তার আমিনুল ইসলাম বুলবুল। এরপর জবানবন্দি রেকর্ডের জন্য তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ মার্চ) সকালে ভোলাগাড়ী গ্রামের আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাওনা টাকা নেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুল জব্বার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় গতকাল বুধবার দুপুরে তালপুকুরিয়া বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল জব্বার উপজেলার নুরুল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে।

গোলাম রাব্বানী/এমএ

Exit mobile version