Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মনোহরদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মনোহরদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: বাড়ীর সীমানায় কলাগাছ রোপন সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের শাবলের ঘায়ে আজ শুক্রবার মনোহরদীতে এক বড়ো ভাইয়ের মৃত্যু ঘটেছে। ঘটনার পর থেকে ঘাতক ভাই পলাতক রয়েছে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার সকাল ৯টার দিকে  মনোহরদীর মজিতপুর গ্রামের মৃত আসির উদ্দীনের দু’পুত্র কাজল মিয়া ও বাদল মিয়ার মধ্যে একটি ঝগড়া হয়।

বাড়ীর সীমানায় কলাগাছ রোপন নিয়ে সৃষ্ট এ ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই বাদল মিয়া তার হাতে থাকা শাবল দিয়ে বড়ো ভাই কাজল মিয়া (৫৫) এর মাথায় আঘাত করে।এতে কাজল মিয়ার মাথায় মারাত্মক জখম হয়। চিকিৎসার্থে তাকে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে।

ঘটনার পর থেকে ঘাতক বাদল মিয়া পলাতক রয়েছে।মনোহরদী থানার সাব ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই বিষয়ে মনোহরদী থানায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

সাইফুর নিশাদ/এমএ

Exit mobile version