Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের উপহার বিতরণ

নীলফামারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের উপহার বিতরণ

সেলিম রেজা, নীলফামারী: শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।এছাড়া জাতিকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।আজকের শিক্ষিত ছাত্রছাত্রীরা আগামী দিনের জন্য দেশ ও জাতির হাতিয়ার। এসএসসি পরীক্ষা(২০২৫) ব্যাচের ছাত্রছাত্রীদের মাঝে এসব বক্তব্য তুলে ধরেন সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোকলেছুর রহমান কাজল।

রবিবার (৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে টুপামারী ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা রাশেদ ইসলামের সঞ্চালনায়  টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার সামগ্রী উপহার ও পরীক্ষার  ইতিবাচক দিকনির্দেশনামুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম নিশান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও টুপামারী ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী সহ  বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে নিশান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন পরীক্ষার সময় যাতে তোমরা অসুস্থ না হও সেদিক বেশি খেয়াল রাখা,পরীক্ষার হলে সময়মতো পৌছানো সহ বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। 

দিকনির্দেশনামুলক বক্তব্য শেষে পরীক্ষার্থীদের মাঝে সদর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার সামগ্রী উপহার দেওয়া হয়। ওই সব দিকনির্দেশনামুলক বক্তব্য ও উপহার গ্রহণ করে অনেক উৎফুল্ল এসএসসি পরীক্ষার্থীরা ও তাদের অবিভাবক।

পরীক্ষার্থীদের মধ্য থেকে বর্ষা আক্তার জানান যে ওইসব দিকনির্দেশনামুলক বক্তব্যে আমরা যারা পরীক্ষার্থী আছি, আমাদের অনেক উপকারে আসবে। সেই সাথে তিনি আরও বলেন আমরা ভাইদের প্রতি চির কৃতজ্ঞতা স্বীকার করি।

/এমএ

Exit mobile version