Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ফিলিস্তিনে দখলদার ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে দখলদার ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল

সেলিম রেজা, নীলফামারী: ফিলিস্তিনে দখলদার ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ এবং গাজাবাসীর ডাকে সারা দিয়ে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে নীলফামারীর সর্বস্তরের লোকজন চৌরঙ্গীমোড়ে একত্রিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীমোড়ে স্মৃতি অম্লান চত্বরে এসে বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়।

সমাবেশে বক্তরা বলেন ইসরায়েলকে গাজাবাসীর উপর গণহত্যা ও নির্যাতন বন্ধ করতে হবে।সেই সাথে যারা ইসরায়েল কে উস্কানি দিতেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না।সমাবেশে বক্তরা বলেন বাংলাদেশ থেকে ইসরালী পণ্য বয়কট করতে হবে।

এছাড়া সমাবেশের বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো দাবি করে বলেন আমরা ইজরাইলে গিয়ে যুদ্ধ করতে চাই সেজন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার একান্ত প্রয়োজন।

এছাড়া সমাবেশে বক্তরা বলেন যে সারা বিশ্বের মুসলিমদের কে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে হবে এবং গাজাবাসীদের বিপদের হাত থেকে রক্ষা করতে হবে।

/এমএ

Exit mobile version