Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ইসরায়ালি আগ্রাসনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে নীসক ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ইসরায়ালি আগ্রাসনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে নীসক ছাত্রদলের অবস্থান কর্মসূচি

সেলিম রেজা, নীলফামারী: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনটি ইসরায়েলের এই নৃশংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ৮ এপ্রিল (মঙ্গলবার) সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

তারই ধারাবাহিকতায় নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে (৮ই এপ্রিল) মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার দিকে ওই কর্মসূচি পালন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আসলাম পারভেজ বিদ্যুৎ, ছাত্রনেতা রাহেনুলজান্নাত রায়হান সহ নেতাকর্মীরা। 

গত রবিবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “ইসরায়েল গাজা উপত্যকাকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। শিশু, নারী ও বৃদ্ধদেরও হত্যায় তারা পিছপা হচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় এ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এখনও নীরব দর্শক হয়ে আছে, যা অত্যন্ত দুঃখজনক।

নেতৃদ্বয় জানান, ইসরায়েলের বর্বরতা ভাষায় প্রকাশের মতো না। এই অব্যাহত গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।

/এমএ

Exit mobile version