Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে নীলফামারীতে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে নীলফামারীতে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সেলিম রেজা, নীলফামারী: ১৪৩২ বঙ্গাব্দ বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে নীলফামারী সদর উপজেলা  বিএনপির আয়োজনে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত জনগণের প্রতি সহমর্মিতা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান বেগম খালেদা জিয়া রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

১৪ই এপ্রিল সোমবার দুপুরের দিকে জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড: কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ এইচ এম ছাইফুল্লাহ রুবেল,জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক,নীলফামারী জেলা দায়রা জজ আদালতের জিপি জেলা বিএনপির সহসভাপতি এড:আবু সোয়েম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো সহ জেলা উপজেলা ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

অনুষ্ঠানে এড:কাজী আখতারুজ্জামান জুয়েল বলেন বিএনপির পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা ও সকলের জন্য শুভ কামনা। এছাড়া ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েল কতৃক যে নির্যাতন করতেছে, ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। এ সময় তিনি আরও বলেন এ আল্লাহ আপনি ফিলিস্তিন বাসিকে রক্ষা কর।

এড: আবু সোয়েম বলেন সাবেক ও বর্তমান বিএনপি সকলে মিলে আমরা এক হয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করবো এবং আগামী নির্বাচনে জনগণকে পাশে নিয়ে বিএনপিকে জয়লাভ করাবো। আলোচনা সভার শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত নিহত বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধান  মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

/এমএ

Exit mobile version