Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফার্মেসী ব্যবসায়ীর মৃত্যু

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফার্মেসী ব্যবসায়ীর মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎপৃষ্ঠে আমিনুল ইসলাম আন্নাছ নামের এক ভেটেনারি ফার্মেসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নে পিতলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম আন্নাছ একই গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে তাদের খামারে বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে গরুর দুধ দোহন করতে যায় সে। পরে মেশিনের লিকেজ লাইন তার শরীরের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাকারিয়া আলম/এমএ

Exit mobile version