Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২১ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২১ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ২১ পরিবারের প্রতি সম্মান জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ৪২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে এই অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা জানি, আমাদের বীর সন্তানেরা নতুন বাংলাদেশ সৃষ্টিতে যে ভূমিকা রেখেছেন, তা চিরস্মরণীয়। আমরা যেটুকু আয়োজন করি, তা অত্যন্ত সামান্য। যে মা তার সন্তান হারিয়েছেন, যে ভাই তার বোন হারিয়েছেন—তাদের হৃদয়ের ক্ষত পূরণ করার মতো কিছুই আমাদের হাতে নেই।”

তিনি আরও বলেন, “আমরা যদি সেই দেশ প্রতিষ্ঠা করতে পারি, যে স্বপ্ন বুকে ধারণ করে শহীদরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাহলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শহীদ পরিবারসহ আপনাদের সকলকে নিয়ে আমরা কাজ করতে চাই। আজ অনুষ্ঠানে যে সব যৌক্তিক দাবি শহীদ পরিবারগুলো তুলেছেন, প্রশাসনের পক্ষ থেকে তা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।”

শহীদ পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, “যারা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে প্রাণ বিসর্জন দিয়েছেন—তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান।

/এমএ

Exit mobile version