Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

তেঁতুলিয়া সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

তেঁতুলিয়া সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মেহেদী হাসান মিরাজ, পঞ্চগড়: বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলার, তেঁতুলিয়া উপজেলার ৫ নং  বুড়াবুড়ি, ইউনিয়নের হারাদিঘী  নিউমার্কেট ডাহুক ব্রিজ সংলগ এলাকায়, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: নিশাত (২০) নামে  এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

এ সময় ডাঙ্গী কালদাসপাড়া গ্রামের আমির হামজার ছেলে,মো: মুরছালিন (১৮)  ভজনপুর এলাকার মো: তসলিম উদ্দীনের দ্বিতীয় ছেলে, মো: সোহেল রানা বাপ্পী (২৫ ) নামে দুজন গুরুতর আহত হন। জানা যায়  আহতদের রংপুরে র‍্যাফার করা হয় করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিশাত একই মোটরসাইকেলে চাচাতো ভাই মুরসালিনসহ শালবাহান বাজারে যাচ্ছিলেন। ডাহুক ব্রিজ এলাকায় পৌঁছালে অপরদিক শালবাহান বাজার থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তারা ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে নিশাতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দিকে আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া জানান, এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ দায়ের করলে আমরা  পরবর্তী পদক্ষেপ গ্রহন করব।

/এমএ

Exit mobile version