Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নারায়ণগঞ্জে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল প্রস্তুতিকালে যুবলীগের ৭ কর্মী আটক

নারায়ণগঞ্জে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল প্রস্তুতিকালে যুবলীগের ৭ কর্মী আটক

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত যুবলীগ কর্মীরা হলেন- মোল্লা জাফর, আবুল হোনেস, রাসেল, সোহাগ, তপন, উজ্জল ও শাহ আলম।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পতনের পর ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী পালিয়ে যুক্তরাষ্ট্র চলে গিয়েছে। সেখানে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফতুল্লার নেতাকর্মীদের সুসংগঠিত করার চেষ্টা করছে।সে অনুযায়ী, আজ সকালে আওয়ামী লীগ, যুবলীগসহ তাদের সহযোগী সংঘঠনের নেতাকর্মীরা সরকার বিরোধী বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেন।

খবর পেয়ে তাদের ধাওয়া করে ৭ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইলগুলো অনুসন্ধান করে মীর সোহেল আলীর সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়া আটকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের নিধনে সক্রিয় ছিলেন। সে তথ্য প্রমাণ পাওয়া গেছে।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

/এমএ

Exit mobile version