Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঈশ্বরদীতে বিদ্যুৎ উপকেন্দ্রে নবনিযুক্ত প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে বিদ্যুৎ উপকেন্দ্রে নবনিযুক্ত প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎পাবনার ঈশ্বরদীতে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)-এর বিশ্রামাগার থেকে শামীম রেজা (২৫) নামের এক উপ-সহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়নগর এলাকায় অবস্থিত জিএমডি আওতাধীন ২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রের বিশ্রামাগার ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎নিহত শামীম চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলগাড়ী ইউনিয়নের মণিমপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। মাত্র দুই দিন আগেই, ২১ এপ্রিল, তিনি উপ-সহকারী প্রকৌশলী হিসেবে পিজিসিবি-তে যোগদান করেন।

‎বিশ্রামাগারের কেয়ারটেকার হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে শামীম রাতের খাবার শেষ করে নিজ কক্ষে যান। পরদিন সকালে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা খুলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

/এমএ

Exit mobile version