Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

চাঁপাইনবাবগঞ্জে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চাকপাড়া সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় মহানন্দা ব্যাটালিয়ন সদরে দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্যে জানান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে জানা যায় দুপুরে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ন এলাকায় ভারতীয় অবৈধ বিস্ফোরক সীমান্ত এলাকা ব্যবহার করে রাজশাহীতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরে চকপাড়া বিওপি’র নায়েক মোঃ মাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ টহল কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি টহল দলকে দেখে ২টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায় দুইজন ব্যক্তি। পরে ক্যারেট দুটি তল্লাশী করে ৯৯ টি ককটেল ও ৪০ টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

/এমএ

Exit mobile version