Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগে ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগে ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎‎সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে হাজার কোটি টাকা অনিয়মের অভিযোগে ‘প্রচ্ছায়া লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের আটজন পরিচালকের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

‎মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম।

‎দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

‎দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন – শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, তারিক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, তাদের দুই কন্যা বুশরা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক। আরও রয়েছেন সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান, তার স্ত্রী ফারজানা আনজুম এবং দুই মেয়ে শেহতাজ মুন্নাসী খান ও পারিজা পাইনাজ খান।

‎দুদক জানায়, রূপপুর প্রকল্প বাস্তবায়নের নামে প্রায় ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। এ বিষয়ে সাত সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান চলাকালে সংস্থাটি জানতে পারে, অভিযুক্ত ব্যক্তিরা পরিবারসহ গোপনে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

‎তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দুদক দাবি করে। তাই সুষ্ঠু অনুসন্ধান অব্যাহত রাখতে এবং প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ নিশ্চিত করতে আদালতের অনুমোদন নিয়ে তাদের বিদেশ যাত্রা নিয়ন্ত্রণে পুলিশ স্পেশাল ব্রাঞ্চকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

/এমএ

Exit mobile version