Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঈশ্বরদীতে রিকশা-সাইকেল সংঘর্ষে একজন নিহত

ঈশ্বরদীতে রিকশা-সাইকেল সংঘর্ষে একজন নিহত

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে ব‍্যাটারী চালিত অটোরিকশা ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কমল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ঈশ্বরদী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত কমল হোসেন উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমল কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি বেপরোয়া অটোরিকশা ঈশ্বরদী রেলগেট এলাকায় কমলকে পেছন থেকে ধাক্বা দিয়ে পালিয়ে যায়। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

‎ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পযর্ন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএ

Exit mobile version