Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

গফরগাঁওয়ে রহস্যজনকভাবে ছাদ থেকে পড়ে প্রাণগেল শিক্ষকের

গফরগাঁওয়ে রহস্যজনকভাবে ছাদ থেকে পড়ে প্রাণগেল শিক্ষকের

আব্দুল হালিম, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলার পৌরশহরের একটি তিনতলা বাসার ছাদ থেকে পড়ে এস এম মোশাররফ হোসেন মাসুদ (৪০)নামে এক মাদ্রাসা শিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত মোশাররফ হোসেন মাসুদ গফরগাঁও ইউনিয়নের পোড়াবাড়িয়া আব্দুল গণি দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক।

বুধবার (৩০ এপ্রিল) সকালে পৌর শহরের ইমামবাড়ী এলাকার কাজল ভিলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিক্ষক মাসুদ সকালে ৩ তলার ছাদে উঠে, হঠাৎ ছাদ থেকে খান বাহাদুর ইসমাঈল সড়কে আছড়ে পড়ে । মাটিতে পড়ার শব্দ শুনে পরিবারের লোকজন স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই সবুজ মিয়া বলেন, আমরা তখন ঘুমিয়ে ছিলাম। শব্দ শুনে ঘুম থেকে উঠে ভাইকে উদ্ধার করি। কি ভাবে হয়েছে? কি ঘটনা? কিছুই বুজতেছিনা, পরিবারের দাবি রহস্য জনকভাবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবী পরিবারের।

/এমএ

Exit mobile version