Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মে দিবসে নীলফামারীতে ইসলামী শ্রমিক আন্দোলনের শ্রমিক সমাবেশ

মে দিবসে নীলফামারীতে ইসলামী শ্রমিক আন্দোলনের শ্রমিক সমাবেশ

সেলিম রেজা, নীলফামারী: মহান মে দিবস উপলক্ষে নীলফামারীতে ইসলামী শ্রমিক আন্দোলনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ৩ ঘটিকায় নীলফামারী ট্রাফিক মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৮৮৬ সালের ১ মে শিকাগোর শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে যে আন্দোলন শুরু করেছিলেন, তা আজও শ্রমিকদের অধিকার আদায়ের প্রেরণা জোগায়। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন।

বক্তারা আরো বলেন:সমাবেশে বক্তারা বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সম্ভব। তারা শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ, শ্রমিক-মালিক সুসম্পর্ক এবং শ্রমিকদের মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এডভোকেট এম.হাছিবুল ইসলাম
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক, মুহা. আনিসুর রহমান

উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহা. সুলতান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি মৌলভী মুহা. ইয়াসিন আলী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মুহা. লুৎফুর রহমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি মুহা. জাকারিয়া হোসেন সহ অন্যান্য সহযোগী সংগঠনের জেলা ও থানা নেতৃবৃন্দ।

/এমএ

Exit mobile version