Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নতুন কমিটি পেল ঢাকার আশুলিয়া প্রেসক্লাব

নতুন কমিটি পেল ঢাকার আশুলিয়া প্রেসক্লাব

সাভার প্রতিবেদক: ঢাকার আশুলিয়া প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) এক সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: মোজাফফর হোসাইন জয় সভাপতি এবং যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহাফুজুর রহমান নিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি লাইজু আহাম্মেদ চৌধুরী (মোহনা টিভি), অপু ওহাব (চ্যানেল ২৪) ও জাকির হাসান (চ্যানেল আই), যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মানিক (দিনকাল), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (বণিক বার্তা), অর্থ সম্পাদক তুহিন আহামেদ (নয়া দিগন্ত), দফতর সম্পাদক শফি মাহমুদ চৌধুরী (ডিবিসি নিউজ) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মামুন (জাগো নিউজ)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম লিটন (এশিয়ান টিভি) এবং শাহিনুর রহমান শাহিন (দৈনিক খোলা কাগজ)।

এক বছর মেয়াদী এ কমিটি গঠনতন্ত্র সংশোধন, সদস্য তালিকা প্রণয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। উল্লেখ্য, ২০০৫ সালে আশুলিয়া প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।

/এমএ

Exit mobile version