Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে তুহিনের মুক্তির দাবিতে গণমিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

নীলফামারীতে তুহিনের মুক্তির দাবিতে গণমিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

সেলিম রেজা, নীলফামারী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের  সাবেক সংসদ সদস্য  ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধূরী তুহিনের মুক্তির দাবিতে গণমিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

মঙ্গলবার  (০৬মে/২৫) দুপুরের দিকে  নীলফামারী  বিএনপি পরিবার ও সর্বস্তরের জনগন সাবেক এমপির মুক্তির দাবিতে মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে একত্রিত হয়। এরপর গণমিছিল নিয়ে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় মোড়ে একত্রিত হয়।

এ সময়ে সাবেক এমপির মুক্তির দাবিতে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর বিএনপির সভাপতি মাহাবুব উর (মাহাবুব) সাধারণ সম্পাদক এড: আল মাসুদ চৌচৌধুরী,  জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সদস্য শাহাদাত হোসেন চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম সহ জেলা উপজেলা ইউনিয়নের বিএনপির নেতাকর্মী।

এ সময় বক্তরা বলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারীর অহংকার ও জেলা বিএনপির অহংকার। ফ্যাসিস্ট সরকারের দেওয়া মিথ্যা ও বানোয়াট মামলায় ওই সাবেক এমপিকে জেলা হাজতে আটকানো যৌক্তিকতা নয়। বক্তারা আরও বলেন সাবেক এমপি কে নি:শর্তে মুক্তি দেওয়া না হলে  আগামীতে কঠোর আন্দোলন গড়ে তুলবো।

উপস্থিত বক্তব্য শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি  নীলফামারী-১ আসনের  সাবেক সংসদ সদস্য  ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নি:শর্তে মুক্তির জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।

/এমএ

Exit mobile version