Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক কারবারি আটক

ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক কারবারি আটক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাইজবাড়ি এলাকা থেকে তাদেরকে মাদকসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাহাদীপুর গ্রামের অহেদ আলীর ছেলে লিটন (৩২), মাইজবাড়ি গ্রামের মৃত ময়নাল শেখের ছেলে শাহরিয়ার মাহবুব শিথিল (৩২) এবং খলিল শেখের ছেলে মো. শহিদ (৭৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে তাদের কে  আটক করা হয়। অভিযানের পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।

সাজেদুল ইসলাম/এমএ

Exit mobile version