Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মান্দায় আগুনে পুড়ল ৭ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

মান্দায় আগুনে পুড়ল ৭ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার চৌরাস্তার মোড়ে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মান্দা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে বাজারের জামাল হোসেনের মিষ্টির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সাতটি দোকানের মালিকেরা হলেন, আব্দুর রশিদ, আব্দুল খালেক, জামাল হোসেন, চন্দন কুমার পাল, জাইদুর রহমান, মকলেছুর রহমান আঞ্জু ও আলতাফ হোসেন রাফি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, ‘রাতেই খবর পেয়ে দোকানে যাই। কিন্তু কিছুই রক্ষা করতে পারিনি। আমার অন্তত পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘জামালের মিষ্টির দোকানে প্রায়ই গভীর রাত পর্যন্ত কাজ করা হয়। গতকাল রাতেও সাড়ে ১১টার পর্যন্ত কাজ করা হয়েছে। এরপর দোকান বন্ধ করেই সবাই চলে যান। ধারণা করা হচ্ছে, চুলা থেকেই আগুনের সূত্রপাত।’

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বলেন, অগ্নিকাণ্ডে উৎস নিশ্চিত হতে তদন্ত চলছে।

গোলাম রাব্বানী/এমএ

Exit mobile version