Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঈশ্বরদীতে বাজারে উঠতে শুরু করেছে মোজাফফর জাতের লিচু

ঈশ্বরদীতে বাজারে উঠতে শুরু করেছে মোজাফফর জাতের লিচু

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎ঈশ্বরদীতে বাজারে উঠতে শুরু করেছে মোজাফফর জাতের লিচু (দেশি লিচু)। 

আজ সোমবার (৭ মে)  ঈশ্বরদীর জয়নগর শিমুলতলা লিচু বাজারে মান অনুযায়ী প্রতি হাজার লিচু ২০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

‎এখনও পুরোদমে লিচুর মৌসুম শুরু না হলেও, আগামী এক সপ্তাহের মধ্যে ঈশ্বরদীর অন্যান্য বাজারেও বেচাকেনা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। 

‎তবে বিগত বছরগুলোর তুলনায় এবার ঈশ্বরদীতে লিচুর ফলন খুবই কম হাওয়াই লোকসানের মুখে লিচু চাষিরা।

/এমএ

Exit mobile version