Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মান্দায় বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় বজ্রপাতের ঘটনায় এক কৃষক নিহত এবং একজন কৃষক আহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেল ৪টায় মাঠে ধান শুকানো কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।

নিহত কৃষকের নাম জিল্লুর রহমান (৪০)। কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে তিনি । বজ্রপাতে আহত শফিকুল ইসলাম একই পাড়ার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দরা বলেন, বিকেলে আকাশে মেঘ দেখে জিল্লুর রহমান লোকজন নিয়ে মাঠে ধান জড়িয়ে রাখার জন্য যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় পাশের জমিতে থাকা অপর কৃষক শফিকুল ইসলাম আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গোলাম রাব্বানী/এমএ

Exit mobile version