Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রূপপুর প্রকল্পে আরও ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, প্রবেশে নিষেধাজ্ঞা

রূপপুর প্রকল্পে আরও ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, প্রবেশে নিষেধাজ্ঞা

সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত আরও ৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, তাদের প্রকল্প এলাকায় প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক ড. মো. জাহেদুল হাসানের স্বাক্ষরিত একটি অফিস আদেশে বরখাস্তের বিষয়টি উল্লেখ করা হয়। আজ বুধবার (১৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস।

এর আগে গত বৃহস্পতিবারও একই ধরনের অভিযোগে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আন্দোলনে জড়িত থাকার অভিযোগেই একের পর এক এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বক্তব্য, প্রকল্প পরিচালকের অপসারণসহ কয়েকটি দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছিলেন। সেই আন্দোলনের প্রতিক্রিয়াতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ওই কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন, সংবাদ সম্মেলন ও নানা কর্মসূচির মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরছিলেন।

/এমএ

Exit mobile version