Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আসলাম চৌধুরীকে দেখতে নগর জামায়াতের আমীর

আসলাম চৌধুরীকে দেখতে নগর জামায়াতের আমীর

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দীর্ঘদিন কারা নির্যাতিত নেতা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে দেখতে তার বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

শুক্রবার তার বাসায় গিয়ে শাহজাহান চৌধুরী বিএনপির সদ্য কারামুক্ত এ নেতার শারীরিক অবস্থাসহ সার্বিক বিষয়ের খোঁজখবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর অফিস সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, উত্তর জেলা সমাজসেবা সম্পাদক মাস্টার নুরুস সালাম, সীতাকুণ্ড উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আশরাফুর রহমান।

মোহাম্মদ ইউসুফ/এস আই আর

Exit mobile version