বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনাকে অপসারণ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নতুন অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি অধ্যাপক ডা. সাহেনা আক্তারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

গতকাল বুধবার স্বাস্থ্য ও শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহ্‌ওয়াজের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চমেকসহ দেশের পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. মোঃ কামরুল আলমকে ঢাকা মেডিকেল কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), অধ্যাপক ডা. মোঃ মাজহারুল ইসলামকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ডা. মোঃ আজিজুল হককে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে অধ্যক্ষ এবং অধ্যাপক ডা. খন্দকার মোঃ ফয়সল আলমকে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) করা হয়েছে।

অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোঃ শফিকুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ আমীর হোসাইন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ শাহাদাত হোসেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোঃ নওশাদ আলীকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। নতুন অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন।

মোহাম্মদ ইউসুফ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর