Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নকল পণ্য বিক্রি করায় চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নকল পণ্য বিক্রি করায়চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: জনতার বার্তা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রি অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩১ আগস্ট) নগরীর কাজীর হাট-বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

ফয়েজ উল্যাহ বলেন, আমরা মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সাথে ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।

মোহাম্মদ ইউসুফ/এস আই আর

Exit mobile version