Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রাজনীতি নিষিদ্ধ করা হলো কক্সবাজার মেডিকেল কলেজে

রাজনীতি নিষিদ্ধ করা হলো কক্সবাজার মেডিকেল কলেজে

চট্টগ্রাম প্রতিনিধি: কক্সবাজার মেডিকেল কলেজে রাজনৈতিক কর্মকান্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। বৃহস্পতিবার (২৯ আগস্ট) কলেজ কর্তৃপক্ষ এ সংক্রান্ত এক আদেশ প্রদান করে।

আদেশে কক্সবাজার মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকান্ড সম্পূর্ণ নিষিদ্ধে আদেশ প্রদান করা হয়।

তাছাড়াও একই আদেশে মেডিকেল কলেজ ক্যাম্পাসে সকল ক্লাবের কার্যক্রমও স্থগিত করা হয়।

জানা যায় গত বৃহস্পতিবার (২২ আগস্ট) কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে ভোটের আয়োজন করলে রাজনৈতিক কর্মকান্ড বন্ধের পক্ষে ৯৯% ভোট পরে। ফলে কলেজ কর্তৃপক্ষ রাজনীতি নিষিদ্ধ করতে বাধ্য হন।

মোহাম্মদ ইউসুফ/এস আই আর

Exit mobile version