রবিবার, মার্চ ১৬, ২০২৫
spot_img

সীতাকুণ্ড কুমিরায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন যুবদলের আয়োজনে আনন্দ র‍্যালিটি বের হয়ে কুমিরা বাজার  প্রদক্ষিণ করে। এর আগে কুমিরা কে আর স্টীল স্ট্রাকচার সংলগ্ন স্থানে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিরা ইউনিয়ন শাখার সভাপতি আ.ন.ম আলমগীরের সভাপতিত্বে ও চট্রগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এস এম ইব্রাহিম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো: ইসমাইল হোসেন। এ সময় উপজেলা ও ইউনিয়নের যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয়া যাবেনা।

মাসুম আহমেদ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর