মাহফুজুর রহমান,(কমলনগর)লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিআরডিবির হলরুমে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমলনগর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ডাঃ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাফর হোসেন। সভায় সদ্য সাবেক কমলনগর ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান মনিরুল ইসলাম রিপুর মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দোয় করা হয় এবং ৭০ টি সমবায় সমিতির মধ্য থেকে ৬ টি সমিতিকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা ও পুরস্কার প্রধান করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ভাইস চেয়ারম্যান এসএএম হারুনুর রশিদ , ব্যবস্থাপনা কমিটির পরিচালক , মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপন, মহি উদ্দিন হাওলাদার,আব্দুর রহিম, পরিদর্শক মো. মিল্লাদ হোসেন, পরিদর্শক মো. জামাল ও বিভিন্ন সমিতি থেকে আগত প্রতিনিধিগন।
এসএ